নয় হাজার অটোরিকশার লাইসেন্সধারী চালক ৫০০

Passenger Voice    |    ০৩:৩৬ পিএম, ২০২২-১০-১৯


নয় হাজার অটোরিকশার লাইসেন্সধারী চালক ৫০০

ফেনীর সড়কগুলো সিএনজিচালিত অটোরিকশার দখলে। অথচ এসব অটোরিকশার চালকদের ৯৫ শতাংশের নেই ড্রাইভিং লাইন্সেস। আর অদক্ষ লাইসেন্সবিহীন এসব চালকের কারণেই দিন দিন বাড়ছে দুর্ঘটনা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে যাত্রীরা ভ্রমণ করছেন।
নয় সহস্রাধিক অটোরিকশার লাইসেন্সধারী চালক ৫০০!

বিআরটিএ-র তথ্যমতে, জেলায় রেজিস্ট্রেশন করা বিভিন্ন প্রকার মোটরযানের সংখ্যা ৪৬ হাজার। এর মধ্যে শুধু সিএনজিচালিত অটোরিকশা ৯ হাজারেরও বেশি। রেজিস্ট্রেশন ছাড়া এর সংখ্যা দ্বিগুণেরও বেশি। অথচ এসব অটোরিকশার লাইসেন্সধারী চালকের সংখ্যা মাত্র ৫০০। আবার চালকদের অধিকাংশই অশিক্ষিত।

তবে চালকদের অভিযোগ, লিখিত পরীক্ষা, হয়রানি ও দালাল চক্রের কারণে ডাইভিং লাইসেন্সের জন্য পা বাড়ান না তারা। 

লিখিত পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার কোনো সুযোগ নেই বলে জানান ফেনীর বিআরটিএ-র উপপরিচালক আবদুল্লাহ আল মামুন।  তিনি বলেন, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, থ্রি হুইলার চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়টি ভাবা হচ্ছে। যাদের লাইসেন্স নেই, তাদের যদি বিশেষ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেয়া যায়, তাহলে তাদেরও কর্মসংস্থান হবে। এভাবে দক্ষ চালকও পাওয়া যাবে।

ফেনীর ট্রাফিক বিভাগের হিসাব অনুযায়ী গত নয় মাসে সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে বিভিন্ন আইনে ১ হাজার ৯৫২ মামলায় জরিমানা আদায় হয়েছে ৫৮ লাখ টাকার বেশি।


সূত্র: সময় টিভি
প্যা.ভ/ম